♦পলাশবাড়ী পৌরসভা ২০১১ সালে প্রতিষ্ঠিত হলেও ২০১৯ সালে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে।
♦পলাশবাড়ী পৌরসভা রংপুর বিভাগের একটি গুরুত্বপূর্ণ স্থানে অবস্থিত, এর উত্তরে রংপুর, দক্ষিণে বগুড়া,পূর্বে গাইবান্ধা ও পশ্চিমে দিনাজপুরের ঘোড়াঘাট অবস্থিত। পলাশবাড়ী পৌরসভা রংপুর,বগুড়া,গাইবান্ধা ও দিনাজপুর জেলার মধ্যবর্তী স্থানে অবস্থিত।
♦ নবগঠিত পৌরসভার অস্থায়ী কার্যালয় ঢাকা-গাইবান্ধা মহাসড়কের পার্শে অবস্থিত। যাহার গুগোল লোকেশন https://goo.gl/maps/j4nb6wb28EFs2YCT7
♦পলাশবাড়ী পৌরসভার ১ম পরিষদ মোঃ গোলাম সারোয়ার, মেয়র পলাশবাড়ী পৌরসভা এর নেতৃত্বে ০৯ জন কাউন্সিলর ও ০৩ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলরের সমন্বয়ে ১৭/০১/২০২১ ইং তারিখে গঠিত হয়।
♦পলাশবাড়ী পৌরসভার মোট আয়তন ১৮.৩৮ বর্গকি.মি ও ২৪ টি মৌজা নিয়ে গঠিত। এর ওয়ার্ড সংখ্যা-০৯ টি। জনসংখ্যা- প্রায় ৪০৮৩৩জন (আদমশুমারী-২০১১), শিক্ষার হার-৫৯%, সড়কের পরিমান- প্রায় ১১৭.৫৭ কি.মি., ড্রেন- প্রায় ৪৯.৫০ কি.মি.
♦পলাশবাড়ী পৌরসভায় নিম্নরুপ সরকারী প্রতিষ্ঠান রয়েছেঃ-
উপজেলা প্রশাসন ঃ- ০১ টি | সরকারী হাসপাতালঃ- ০১ টি |
থানা ঃ- ০১টি | ফায়ার সার্ভিসঃ- ০১ টি |
সরকারী কলেজঃ- ০১ টি | সরকারী উচ্চ বিদ্যালয় ঃ- ০১ টি |
সরকারী প্রাথমিক বিদ্যালয় ঃ- ২৮ টি | শহীদ মিনার ঃ- ০১ টি |
বধ্যভূমি ঃ- ০১ টি | সরকারী ডাক বাংলো ঃ- ০১ টি |
খাদ্য গুডামঃ- ০১ টি | টেলিফোন একচেঞ্জ ঃ- ০১ টি |
এনজিও ঃ- ০৫ টি | মসজিদ ঃ- ৬৫ টি |
মন্দিরঃ- ১০ টি | কবরস্থান (কেন্দ্রিয়)ঃ- ০১ টি |
শ্মাশান (কেন্দ্রিয়)ঃ ০১টি | ঈদগা মাঠঃ- ০১টি (কেন্দ্রিয়) |
প্রেস ক্লাবঃ- ০১ টি | বেসরকারী উচ্চ বিদ্যালয়ঃ- ০৫ টি |
বেসরকারী কলেজঃ- ০৬টি | কেজি/ কিন্টারগার্ডেনঃ- ০৮ |
এতিমখানা ঃ- ০৮ টি | হাট-বাজারঃ- ০১ টি |
খেলার মাঠঃ- ০২ টি | বেসরকারী হাসপাতাল/ক্লিনিকঃ- ০৫টি |
কারখানা/ফ্যাক্টরীঃ- ০২ টি |